খোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : নিজেকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে কে না চায়। কিন্তু এজন্য বাহ্যিক সৌন্দর্য নয়, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অন্যের কাছে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন, কিভাবে কথা বলছেন ইত্যাদি বিষয়ের গুরুত্ব কখনোই হেলাফেলা করা যায় না। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি উপায়।
১. মজার হোন গোমড়ামুখো মানুষকে কেউ পছন্দ করে না। নানা গবেষণাতেও দেখা গেছে, যারা অন্যকে হাসাতে পারে তারা অন্যদের আকর্ষণও করতে পারে। রসবোধসম্পন্ন মজার মানুষকে অন্যরা পছন্দ করে। তাই নিজের আকর্ষণ বাড়াতে হলে মজার মানুষ হয়ে উঠুন।
২. বন্ধুদের সঙ্গে থাকুন বন্ধুদের সঙ্গে থাকলে মানুষ সুন্দর সময় কাটায়। আর এর প্রভাব পড়ে তার মানসিকতাতেও। ফলে মানুষের আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমন তা অন্যদের কাছেও আকর্ষণীয় হিসেবে উপস্থাপিত হয়। বিভিন্ন গবেষণাতেও এ বিষয়টির প্রমাণ পাওয়া গেছে।
৩. ঠুনকো কথা বাদ দিন যে কথার কোনো অর্থ নেই তা অন্যদের বলে বিরক্ত করার মানে হয় না। মনোবিদদের মতে, অর্থবহ প্রশ্ন করা এবং সে অনুযায়ী অর্থবহ উত্তর দেওয়া আপনার আকর্ষণ বাড়াবে। অন্যদিকে ক্রমাগত একেবারে হালকা কথা আপনার গুরুত্ব ও আকর্ষণ কমিয়ে দেবে।
৪. নেতা হয়ে উঠুন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ব্যক্তি কিংবা নেতারা অন্যদের বেশি আকর্ষণ করেন। যেমন কোনো প্রতিষ্ঠানের সিইও অন্য কর্মীদের মাঝে থাকলেও তাকে বেশি আকর্ষণীয় বলে মনে করে অন্যরা। এ কারণে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নেতা হয়ে উঠবেন তখন আপনার আকর্ষণ নিজে থেকেই বেড়ে যাবে।
৫. হাসুন নিজেকে আকর্ষণীয় রূপে উপস্থাপনে হাসির কোনো তুলনা হয় না। বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে হাসির সঙ্গে আকর্ষণের একটি ইতিবাচক সম্পর্ক রয়েছে। অর্থাৎ যে যত বেশি হাসিখুশি, তার আকর্ষণও তত বেশি।
৬. ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনি যদি একজন দয়ালু মানুষ হয়ে উঠেন তাহলে তা আপনার আকর্ষণ বাড়াতে পারে। কারণ দয়ালু মানুষের চেহারা অন্যদের তুলনায় আকর্ষণীয় হয় বলে এক গবেষণায় উঠে এসেছে। এর কারণ হিসেবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন গবেষকরা। অন্যদিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের আকর্ষণ কমিয়ে দেয়।
৭. ভালো স্থানে বসবাস বিভিন্ন জরিপে দেখা গেছে, ভালো স্থানে বসবাকারীরা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। মানসম্মত স্থানে বসবাস করলে তা অন্যদের কাছে আপনাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করবে। এর কারণ বসবাসের স্থান মানুষের অজান্তেই স্ট্যাটাস, আর্থিক অবস্থা, পরিবার ভরণপোষণের সক্ষমতা ইত্যাদি প্রকাশ করে।
৮. ভালো গান ভালো গান শোনা আপনার উন্নত রুচির পরিচয় দেয়। ২০১৪ সালের এক গবেষণায় দেখা যায়, অনেকেরই গানের পছন্দের ওপর নির্ভর করে অন্যদের আকর্ষণীয় বলে মনে করে। আপনি যদি ভালো গান শোনায় আগ্রহী হন তাহলে তা আপনার আকর্ষণ বাড়াতে ভূমিকা রাখবে।