Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road accidentখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দয়ারামপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মাজাহারুল হক জানান।
নিহতরা হলেন নেত্রকোনার দূর্গাপুর উপজেলার আয়েশা আক্তার (২৫), আছমা আক্তার (২০), মনির হোসেন (৪০), তার স্ত্রী কচি আক্তার (৩৫), মেয়ে মিম (৭) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান (৩০)।
আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সাংবাদিকদের জানান, নেত্রকোণা থেকে বালুবোঝাই একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহত হয় দুইজন।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও অটোরিকশা আটক করেছে বলে তিনি জানান।