Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : দাড়ি কামিয়ে, বোরকা পরে, নারী সেজে রামাদি থেকে পালানোর সময় বেশ কয়েকজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে ইরাকি সেনাবাহিনী। ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার এ খবর জানিয়েছে আরা নিউজ।
ইরাকের সেনা সূত্র জানায়, সম্প্রতি পুনর্দখল করা রামাদি শহরে সেনাদের বোকা বানিয়ে পালাতে আইএস সদস্যরা তাদের দাড়ি কামিয়ে নারীদের পোশাক পরে পালানোর চেষ্টা করে। তবে শহর থেকে পালানোর আগেই তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। সেনাদের হাতে আটক হওয়া এড়াতে আইএস জঙ্গিরা শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। গত বুধবার অন্তত নয়জন আইএস জঙ্গিকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। তাদের সবাই নারীদের পোশাক পরা ছিলেন।
মঙ্গলবার ইরাকি সেনাবাহিনী সম্পূর্ণভাবে রামাদি শহরটি আইএসের হাত থেকে দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে। এ শহরটি আনবার প্রদেশের রাজধানী।
খবরে বলা হয়েছে, ইরাকি সেনারা রামাদির দখল নিলেও শহরটিতে এখনও প্রচুর সংখ্যক আইএস জঙ্গি অবস্থান করছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আইএস জঙ্গিদের খোঁজে শহরের বেশ কিছু বাড়িতে অভিযান চালিয়েছে ইরাকি সেনারা।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমানহামলার সহযোগিতায় রামাদি পুনর্দখলের জন্য আইএসের সঙ্গে লড়াই করে আসছে ইরাকি বাহিনী। এর আগে ডিসেম্বরে রামাদি শহর পুনর্দখলের ঘোষণা দিয়েছিল ইরাক। তবে এরপর পাল্টা আক্রমণ করে আইএস।
আরা নিউজ এজেন্সি মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইরাক, তুরস্ক ও কুর্দিস্তানভিত্তিক স্বতন্ত্র বার্তা সংস্থা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয় সময়: ০১৫৫ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৬