Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ‘সব মামলায়’ জামিন পেলেও নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে বিএনপি।
সোমবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বোচ্চ আদালতের কাছে এই আবেদন জানান।
তিনি বলেন, “মাহমুদুর রহমান সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাকে আটকে রাখার জন্য সরকার একের পর এক বেড়াজাল নির্মাণ করে চলেছে।
“তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি; এছাড়া আমাদের বলার কিছু নেই।”
আগের দিন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে মাহমুদুর রহমানের জামিন বহাল রাখে।
মাহমুদুর রহমান তার বিরুদ্ধে অন্য মামলাগুলোতেও জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে রোববার জানিয়েছিলেন তার আইনজীবী সালেহ উদ্দিন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিচারকের স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের ঘটনায় ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
এই মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন আইনে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকেই মাহমুদুর রহমান কারাগারে আছেন।