খোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে অপহরণে জড়িত দুই জনকে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, রোববার রাতে গাজীপুর ও গাইবান্ধায় অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়।
উপ-কমিশনার জাহাঙ্গীর বলেন, “ঢাকার উত্তরা থেকে ছয় বছর বয়সী ছেলেটিকে অপহরণ করা হয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে গাজীপুর ও গাইবান্ধায় অভিযান চালানো হয়।”
তবে শিশুটিকে কোন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং কবে তাকে অপহরণ করা হয়েছিল সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এসব বিষয় পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।