Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : টটেনহামের কাছে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তিনে উঠার সুযোগটা হাতছাড়া করলো ম্যানচেস্টার সিটি। এ হারের ফলে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরো পিছিয়ে গেল ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ম্যান সিটি। তবে ফরোয়ার্ডদের ভুলে গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় সিটিজেনরা। বিরতি থেকে ফিরে আট মিনিটের মাথায় টটেনহামকে গোল উপহার দেন রাহিম স্টার্লিং। ডি-বক্স সীমানার বাঁ প্রান্তে ডিফেন্ডার ড্যানি রসকে ট্যাকল করে বিপদ ঢেকে আনেন এ ইংলিশ উইঙ্গার। স্পট কিক থেকে ভিজিটরদের লিড এনে দেন স্টার্লিংয়ের স্বদেশী স্ট্রাইকার হ্যারি কেন।
পিছিয়ে পরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭৪ মিনিটে সমতায় ফেরে সিটি। বাম দিক থেকে দেওয়া গায়েল ক্লিশির ক্রসে প্লেসিং শটে গোলটি করেন কেলাসি ইয়েনাচো। তবে স্বাগতিকদের সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৮৩তম মিনিটে এরিক লামেলার থ্রু বল ধরে স্কোরলাইন ২-১ করে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। শেষ পর্যন্ত চলতি লিগে পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়তে হয় আগুয়েরো-সিলভাদের। দারুণ এই জয়ে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ সিটি।