Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে জয় পেয়েছে শহীদ আফ্রিদির পেশোয়ার জালমি। পিএসএলের ১৭তম ম্যাচে অধিনায়ক আফ্রিদির অসাধারণ পারফরম্যান্সে ৮ উইকেটে জয় পেয়েছে পেশোয়ার। তবে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল প্রথম ছয় ম্যাচে থাকলেও এদিন তাকে দলের বাইরেই রাখা হয়েছে।
দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হয় শহীদ আফ্রিদির পেশোয়ার জালমি। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কোয়েটা গ্লাডিয়েটর্স। তাদের নির্ধারিত ২০ ওভারের আগেই ১২৯ রানে ইনিংস থেমে যায়। একমাত্র গ্র্যান্ট ইলিয়ট ছাড়া আর কেউই রান তুলতে পারেননি। তিনি করেছেন সর্বোচ্চ ৪০ রান। আর আহমেদ শেহ্জাদ এবং জুলফিকার বাবর করেছেন ২১ ও ২০ রান।
পেশোয়ার জালমির হয়ে আফ্রিদি মাত্র ৭ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। আর করেছেন একটি রান আউটও। দুটি উইকেট নিয়েছে ওয়াহাব রিয়াজ এবং একটি করে উইকেট নিয়েছেন জুনায়েদ খান এবং মোহাম্মদ আসগর।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো সূচনাই করে পেশোয়ার। ওপেনিং জুটিতে মোহাম্মদ হাফিজ ও ডেউইড মালান নামেন। হাফিজ ব্যক্তিগত ৩৬ রানে ফিরে যান সাজঘরে। কামরান আকমলও ১৭ রানেই ফিরে যান। তবে ৬০ রানে অপরাজিত থাকেন মালান। আর ২ উইকেট হারিয়েই পেশোয়ার ১৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
তামিম ইকবাল না থাকলেও আফ্রিদি ঝড়েই উড়ে গিয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। আর ম্যাচ সেরার পুরস্কারটিও তিনিই পেয়েছেন।