খোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ : অভিজিত হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবি আই) ১১টি আলামত নিয়ে যায় পরীক্ষার জন্য। তাদের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এখনো হাতে না পাওয়ায় অভিজিত হত্যার তদন্ত ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেছেন, ‘এক বছরেও আমরা এ রিপোর্ট পাইনি।’
আজ সোমবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ১১টি আলামত এফবি আই নিয়ে যায় পরীক্ষার জন্য। তাদের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এখনো হাতে না পাওয়ায় অভিজিৎ হত্যার তদন্ত ধীর গতিতে চলছে। হত্যাকাণ্ডের পর এফবি আই ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতগুলো পরীক্ষা করে বাংলাদেশ সরকারকে রিপোর্ট প্রদান করবে। কিন্তু এক বছরেও আমরা এ রিপোর্ট পাইনি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কেউই এখনো আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়নি। তাই তাদের কিংবা আনসারুল্লাহ বাংলাটিমের জড়িত থাকার বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।’
মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে এফবি আই ইতোমধ্যে কয়েকজনের ডিএনএ প্রোফাইল পেয়েছে। পরীক্ষা প্রক্রিয়া শেষ করে তারা সব রিপোর্ট একসঙ্গে দেবে।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্র“য়ারি বইমেলা থেকে বের হওয়ার পর টিএসসির সামনে ড. অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বিত্তরা। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।