Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ :  আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, বিধানসভা নির্বাচনে তার লড়াই হবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, কোনো মন্ত্রীর সঙ্গে নয়। রবিবার ভারতের দৈনিক দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী গগৈ এ কথা বলেন। উল্লেখ্য, বিধানসভায় কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সরবনন্দা সনোবাল।
মুখ্যমন্ত্রী বলেন, সনোবালকে ভুলে যান, সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার লড়াই হবে। যেই মুখ্যমন্ত্রী পদে দাঁড়ান না কেন তিনি তো প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকেই আসবেন। তাই সনোবাল কিংবা এ , বি, সি অথবা ডিসহ যে মন্ত্রীই হোন না কেন তার সঙ্গে আমার লড়াই হবে বলে আমি মনে করি না।
তরুণ গগৈ গত তিন মেয়াদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তরুণ গগৈ বলেন, বিরোধীদের কিভাবে পরাজিত করতে হয় সেই কৌশল আমি ভালই জানি। তিনি আশা করেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর ২০ মাসের শাসনামলের বিষয়টি বিবেচনা করবে জনগণ।