Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ :  মন ভাঙ্গার ক্ষত কয়েক মাস ধরে আপনাকে বিরক্ত করতে পারে। শুধুমাত্র কয়েক দিনের জন্য নয়। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এই ফলাফল পেয়েছেন।
আগে এক পরিক্ষা থেকে জানা যায়, যেদিন কারও মন ভাঙ্গে তার পরের দিন থেকে তা আস্তে আস্তে থিক হয়ে যায় বা কিছুদিন এই কষ্টের সময় পার করতে হয়।
তবে এবার আবেরদিন বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় জানা গেল, মন ভাঙ্গার কষ্ট মন ও শরীর চার মাস পরেও অনুভব করে। তবে এবার সেই বিশ্ববিদ্যালয় আরও দীর্ঘ সময় ধরে এই এফেক্ট সম্পর্কে গবেষণা করবে।
বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার ঔষধের একজন সিনিয়র লেকচারার এবং আবেরদিন রয়েল হাসপাতালের কার্ডিওলজিস্ট পরামর্শক ডঃ ডানা ডসন এই গবেষণায় নেতৃত্বে দিবেন।
তারা গবেষণায় দেখেছেন, মন ভাঙ্গার পর নিজেকে সীমিত করে ফেলেন মানুষ। কিছুদিন ভালভাবে কাজ করলেও মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায় অনেকে।
মন ভাঙ্গার পেছনে ডিভোর্স, সঙ্গীর একা ছেড়ে চলে যাওয়া, কাছের মানুষের মৃত্যু এবং বিভিন্ন দুর্ঘটনা থাকে। এইসব কারণে মানুষের মাঝে বিষণ্ণতা ভর করে। অনেক সময় দেখা যায়, দীর্ঘ সময় পার হয়ে যাবার পরও শরীর ও মনের অবস্থা একই থাকে।
এই বিষয়ে আরও বিশদভাবে অধ্যয়নের জন্য ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশন তহবিল থেকে অনুদান আসছে।