খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬:গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুরে নৌবন্দর এলাকায় গোলাগুলি এ ঘটনা ঘটে বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান।
র্যাব বলছে, নিহত জুয়েলের (৩৫) বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে টঙ্গী থানায় মামলা রয়েছে। তিনি নিজের স্ত্রীর চোখ উপড়ে নিয়েছিলেন বলেও পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
মুফতি মাহমুদ খান বলেন, ‘একদল সন্ত্রাসীর’ অবস্থানের খবর পেয়ে রাতে আরিচপুরে অভিযানে যায় র্যাব।
“সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে জুয়েলের লাশ পাওয়া যায়।”
এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করলেও তাদের নাম জানাতে পারেননি র্যাব কর্মকর্তারা।
টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, র্যাব-১ এর একটি দল সকালে থানায় জুয়েলের লাশ হস্তান্তর করেছে।