খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন।
এ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা জোনা গেছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।