খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: রাউজানের সুলতানপুরে জমির বিরোধে ছোট দুই ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ফাঁসির রায় দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবি-উজ-জামান তিন বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
সার্বোচ্চ সাজার আদেশ পাওয়া আবুল কালাম আজাদ (৫৫) রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২২ জুলাই আবুল কালাম তার দুই ছোট ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।