খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তানে আফ্রিদির দলে খেলছেন তামিম ইকবাল। আফ্রিদি’র বিধ্বংসী ব্যাটিং এর কথা মেয়েদের অজানা নয়। তাই বলে বিশ্বের আর কোনো দেশের বিধ্বংসী ব্যাটিং এর কথা আফ্রিদি কন্যারা জানবেন না তা কি হয়? হয়তো তারা বাংলাদেশের তামিম ইকবালের দুর্র্ধষ ব্যাটিং-এও রীতিমতো মুগ্ধ।
এইতো গত ১২ ফেব্র“য়ারি তামিম পাকিস্তান সুপার লিগে ৮০ রানে স্ম্যাশ ইনিংস খেলে পেশাওয়ার যালমিকে শীর্ষে নিয়ে গেলেন। তাই তো আফ্রিদির দুই মেয়ে তামিম ইকবালের সাথে ছবি তুলে রাখার সুযোগটা মিস করলেন না।