খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: শেন ওয়ার্ন বিতর্ক তৈরি করতে ওস্তাদ। দেখা যাচ্ছে তার টিনেজার মেয়ে ব্র“ক ওয়ার্নও কম যান না! কিংবদন্তি ক্রিকেটারের মেয়ে এখন নিন্দার মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ছবি পোস্ট করেছেন ১৮ বছরের ব্র“ক যাকে বলা হচ্ছে জঘণ্য! সেই ছবিতে ব্যঙ্গ করা হয়েছে হলোকাস্ট, মালয়েশিয়ান বিমান ট্র্যাজেডি ও সেসিল দ্য লায়নের মৃত্যু নিয়ে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনী প্রায় ৬০ লাখ ইহুদিকে নির্মমভাবে হত্যা করে। তা হলোকাস্ট নামে পরিচিত। ২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর-বেইজিংয়ের মাঝে মালয়েশিয়ার একটি বিমান নিরুদ্দেশ হয়। ২৩৯ যাত্রীর আর খোঁজ মেলেনি। এরপর ২০১৪ এর জুলাইয়ে আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে মালয়েশিয়ার একটি বিমানকে ইউক্রেন মিসাইলে বিধ্বস্ত করে। ২৯৮ জন যাত্রী মারা যায়। আর গত বছর এক আমেরিকান ডেন্টিস্ট ও শিকারী ওয়াল্টার পালমার আফ্রিকান সিংহ সেসিলকে হত্যা করে সমালোচিত হন। জিম্বাবুয়ের হাওয়াঙ্গে জাতীয় পার্কে ছিল সিংহটি।
তো ওয়ার্নের মেয়ে ব্র“ক শনিবারের পার্টির পর একটি ছবি পোস্ট করেন। সেখানে তার হাতে একটি খেলনা সিংহ দেখা যাচ্ছে। তিনি ও তার বন্ধুরা বিমানের অ্যাটেন্ডেন্টের পোষাকে রক্তাক্ত সেজে পোজ দিয়েছেন। আরেকজন চেক শার্ট পরা। যেমনটি হলোকাস্টের বন্দী-শিবিরে পরানো হতো। ব্র“ক এই ছবিতে ক্যাপশন হিসেবে লেখেন, “রাজনৈতিকভাবে ভুল-হ্যাঁ।” এর সাথে “#সেসিল#মালয়েশিয়া এয়ারলাইন#হলোকাস্ট” হ্যাশ ট্যাগ ব্যবহার করেন।
১০ হাজার ফলোয়ার ব্র“কের এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের। ছবি দেয়ার পরই নিন্দার মুখে পড়েন তিনি। কেউ এটাকে জঘণ্য বলেছেন, কেউ বিরক্তিকর। কেউবা তীব্র আক্রমণ করেছেন। এসব দেখে দ্রুত ছবিটি সরিয়ে নেন ওয়ার্ন কন্যা। কিন্তু ছবির প্রমাণ তো থেকে যায়। আর তা মিডিয়ায় ঝড় তুলেছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও তার সাবেক স্ত্রী সিমোনে কালাহানের তিন সন্তানের মধ্যে বড় ব্র“ক।