Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: এবার ট্রেনের কামরাতেও মিটবে বাড়ির মতন সুযোগ-সুবিধা। ঘুম ভাঙাতে থাকবে অ্যালার্ম, এলইডি রিজার্ভেশন চার্ট, ফ্রি ওয়াই-ফাই পরিষেবা ইত্যাদি সবই থাকবে এই ‘স্মার্ট’ কোচে। বিমানের পরিষেবার ধাঁচে ঢেলে সাজানো হবে এই স্মার্ট কোচগুলি। প্লেনের মতন এই ট্রেনের কামরায় থাকবে পানীয় জল, চা ও কফির মেশিন।
যার ফলে নিজের সুবিধে ও ইচ্ছে মতোই প্রয়োজনীয় পানীয় সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। স্মার্ট এই রেল কম্পার্টমেন্টে জৈব-শৌচাগার পরিষেবা চালু করার পরিকল্পনাও রয়েছে। এই জৈব-শৌচাগার যে আর পাঁচটা ট্রেনের শৌচাগারের মতো অপরিচ্ছন্ন হবে না তা আর বলার অপেক্ষা রাখে না।
পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে এই শৌচাগারগুলিতে থাকবে ফ্লাশিং সিস্টেম, অটোমেটিক হ্যান্ডক্লিনার ও নানা ধরনের ঝাঁ-চকচকে পরিষেবা। ট্রেনের এই কামরাগুলি হবে সম্পুর্ণ বাতানুকুল। তার সঙ্গেই এই কামরায় থাকবে ল্যাপটপ ও মোবাইল চার্জার ইত্যাদি। সব মিলিয়ে এই নতুন স্মার্ট কোচ যে কোনও পাঁচতারা হোটেলের কামরাকে জুতসই টক্কর দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। নতুন বছরের রেল বাজেটে এই ধরনের স্মার্ট কোচের প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে রেল মন্ত্রণালয় সূত্রে।