খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজ দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কমিশনে জাতীয় পার্টির পক্ষ থেকে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার থাকবেন। দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।
দলভিত্তিক গত পৌর নির্বাচনে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান মনোনীত প্রার্থী প্রত্যয়ন করেছেন। দুপুরে বিএনপি প্রতিনিধি দল ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করেন।
পরে রিজভী সাংবাদিকদের বলেন, “বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলের গঠনতন্ত্রের একটি ধারায় সংশোধনী এনেছেন চেয়ারপার্সন খালেদা জিয়া। এ বিষয়টি লিখিতভাবে ইসিকে জানানো হয়েছে।”
গত ১০ ফেব্র“য়ারি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। চেয়ারপার্সনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনেও ভোট হবে। আগামী মার্চে বিএনপির কাউন্সির রযেছে। ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রার্থী বাছাইয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, “নবম সংসদের সময় যারা বিএনপি প্রার্থী ছিলেন তারাও প্রার্থী বাছাইয়ে থাকবেন। এখন ছয়জন তৃণমূলের প্রার্থী বাছাই করবে। আমাদের কাজ জোরভাবে এগিয়ে যাচ্ছে।”
এক প্রশ্নের জবাবে রিজভী জানান, এবার ইউপিতে দলীয় চেয়ারপার্সন প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন। তবে তাদের প্রত্যয়ন দেবে দলীয় মহাসচিব। “গত পৌরসভায় যুগ্ম মহাসচিব প্রত্যয়ন করলেও এবার ইউপিতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি করা হয়েছে।” ১৮ ফেব্র“য়ারির মধ্যে এ সংক্রান্ত চিঠি ইসিকে দেওয়া হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াস সদস্য এস এম ফয়সাল চিশতি ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে চিঠি দেওয়ার পর সাংবাদিকদের বলেন, “জাপা চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেবেন। তবে প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।”
আগামী ১৮ ফেব্র“য়ারির মধ্যে নিবন্ধিত দলগুলোর মনোনীত প্রার্থীর প্রত্যয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী ও নমুনা স্বাক্ষর রিটার্নিং অফিসার ও ইসিতে জমা দিতে হবে।
ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসিকে জানিয়েছে, সভানেত্রী শেখ হাসিনা ইউপি প্রার্থী মনোনয়ন ও প্রত্যয়ণ দেবেন।