খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর বনানী থানার সহকারী পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামের বিরুদ্ধে স্বর্ন ছিনতাই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আর এ মামলায় আটক পুলিশের এক সোর্স ও স্বর্নের বাহকসহ দুইজনের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানা গেছে, রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়া মার্কেটের সামনে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টার সময় বনানী থানার এসআইসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বনানী থানার এসআই আশরাফুল ইসলাম,স্বর্ণের বাহক রেজাইল করিম এবং সোর্স আব্দুর রাজ্জাক।
এর আগে তাদেরকে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ প্রত্যেক মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড
আবেদনের উপর শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন।
প্রসঙ্গত, গত সোমবার রাতে তাঁতীবাজার থেকে রেজাউল করিম নামের এক ব্যক্তি প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ নিয়ে যশোরে যাচ্ছিলেন। তিনি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের একটি হোটেলের সামনে এলে এসআই আশরাফুল সোর্স আব্দুর রাজ্জাককে নিয়ে তার গতিরোধ করেন। এ সময় ওই ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং জনতা তাকে ধরে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করে।