খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : রাজধানীর শান্তিনগরে টুইন টাওয়ারে অগ্নিকাণ্ডে তিন জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ওই ভবনের দশম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এতে কেউ দগ্ধ হয়নি। তবে ধোঁয়া ও হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়।
পরে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ২০ তলা ভবনটির দশম তলায় আগুনের সূত্রপাত। আগুন অন্য কোনো তলায় ছড়ায়নি। আগুনের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা ভবন। ভেতরে আটকে পড়েছেন ভবনটির আবাসিক বাসিন্দারা।
আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎসংযোগ ও লিফট বন্ধ করে দেয়া হয়। আর ১০ তলায় আগুন লাগার কারণে উপরের তলার বাসিন্দাদের বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এদিকে রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার জানান, টুইন টাওয়ার ভবনের দশম তলা থেকে এক শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের বাসিন্দাদের নিচে নামিয়ে আনা হয়েছে। এছাড়া তাড়াহুড়া করে নামতে গিয়ে ভবনের কয়েকজন বাসিন্দা সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।