Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : 20160217_AIBL_HAAB_Press(1)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লাইসেন্সপ্রাপ্ত হজ্জ এজেন্সীসমুহের সংগঠন ‘হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’ এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (গঙট) স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এর ফলে দেশজুড়ে বি¯তৃত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখাসমুহের মাধ্যমে হাব এর সদস্য এজেন্সিসমুহ হজ্বযাত্রীগণের পবিত্র হজ্বের অর্থ লেনদেন করতে পারবেন। একই সাথে ব্যাংকের সকল শাখা হতে হজ্জযাত্রীগণ হজ্জ সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। এ উপলক্ষে ১৭ ফ্রেবুয়ারি ২০১৬, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সভাকক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং হাব-এর সভাপতি মোঃ ইব্রাহিম বাহার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা।
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর পক্ষে কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, এস এম জাফর, সিনিয়র ভাইস  প্রেসিডেন্ট মোঃ আবুল হোসেন, এস এম কাউসার, ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান, জালাল আহমেদ এবং হাব -এর পক্ষে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হেলাল, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন কামাল এবং অর্থ-সচিব ফজলুল ওয়াহাব মামুনসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ স্বারকের মাধ্যমে হাব-এর সদস্য এজেন্সীসমুহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর অনলাইন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের হাজীদের অর্থ সহজেই লেনদেন করা যাবে। হাজীদের সুবিধার্থে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর প্রতিটি শাখায় বিশেষ ‘হজ্ব সার্ভিস ডেস্ক’ -এর মাধ্যমে সেবা প্রদান করবে। এছাড়া হজ্জযাত্রীদের জন্য বিশেষ ‘হজ্জ কার্ড’ প্রদান করবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।