খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : আর মাত্র কয়েক দিন পরই টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। সন্তান সম্ভাবা স্ত্রীকে সঙ্গ দিতে সিরিজের বাইরে দলের অন্যতম ভরসা তামিম ইকবাল। এ মারকুটে ওপেনারের দলে বাইরে থাকার চিন্তাতো আছেই, চিন্তা সেরা অস্ত্র মুস্তাফিজুর রাহমানকে নিয়েও!
এশিয়া কাপে আগের মতো পুরোদমে বোলিং করতে পারবেন কিনা, সেটা নিয়ে রয়েছে যথেষ্ঠ সংশয়। অনুশীলনে সব রকমের বোলিং করতে পারছেন না তিনি। বিশেষ করে তার প্রধান অস্ত্র স্লোয়ার কাটার করতেই পরছেন না তিনি।
খুলনায় অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ফলে সিরিজের বাকি দুই ম্যাচে তাকে রাখা হয়নি। বিশ্রামে ছিলেন তিনি। এই ইনজুরির কারণেই মুস্তাফিজকে খেলতে দেয়া হয়নি সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লিগে।
তার বদলে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। তবে খুলনা ও চট্টগ্রামে চলা প্রস্তুতি ক্যাম্পে মুস্তাফিজের ফিটনেসের দারুণ উন্নতি হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় ক্যাম্পে চট্টগ্রামে বোলিংও করেছেন তিনি। তবে চট্টগ্রাম পর্বে অনুশীলনে বোলিং করলেও সব ধরনের ডেলিভারি করতে পারছেন না মুস্তাফিজ।
এশিয়া কাপে মুস্তাফিজ পুরোপুরি ফিট হতে না পারলে তা বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণই। কারণ তার বিস্ময়কর কাটারেই যে পরাভূত হয় বিশ্বের নামকরা সব ব্যাটসম্যানরা। তবে বিসিবি আশা করছে, এশিয়া কাপে মুস্তাফিজ পুরো ফিট হয়েই মাঠে নামবে।
আগামী ২৪ ফেব্র“য়ারি থেকে শুরু হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মোকাবেলা করবে শক্তিশালী ভারতের। টুর্নামেন্টের ফাইনাল হবে ৬ মার্চ।