খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : এই ভিডিও আপাতত ইউটিউবে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। শ্বাসরুদ্ধ হয়ে যাবে এই ভি়ডিওটি দেখলে। নিশ্চিত মৃত্যু স্রেফ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে এই একরত্তি শিশুটিকে। ব্রাজিলের ব্রাসিলিয়ায় এই ভিডিওটি তোলা হয়েছে। একটি বহুতলের চার তলার জানালা দিয়ে থেকে এক বছরের একটি শিশুকে বেরিয়ে আসতে দেখা যায়।
জানালার ধারে যেটুকু জায়গা থাকে, সেটুকুতেই সে হাঁটাচলা করতে থাকে। কী মারাত্মক বিপদের সামনে সে দাঁড়িয়ে, তা বোঝার বয়স তার হয়নি। এভাবে প্রায় মিনিটখানেক চলতে থাকে এই শ্বাসরোধকারী কীর্তি। তার পরে ভিতর থেকে কেউ শিশুটিকে টেনে নেয়।