খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে ভেঙে পৃথক করার পরিকল্পনা নেই। নতুন মন্ত্রী নিয়োগের পরিকল্পনাও সরকারের নেই। আমরা এখনি কোন নতুন মন্ত্রী নিয়োগ দিচ্ছিনা বলে বুধবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) প্রশ্নোত্তরের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে কতিপয় সংগঠন ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলেও এদেশে ইসলামিক স্টেট (আইএস) এর কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগ সরকার যে কোন ধরনের জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতিতে বিশ্বাস করে। যে কোন জঙ্গীবাদকে দৃঢ়তার সাথে মোকাবেলায় বদ্ধপরিকর।
শেখ হাসিনা বলেন, পাশাপাশি জঙ্গীবাদ মোকাবেলাসহ জনগণের জানমালের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় মহাসড়ককে গুরুত্বপূর্ণ সড়ক সমূহের আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য যাচাইপূর্বক এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণসহ গ্রেফতার অভিযান পরিচালনা করছে।
৪০ বছরে মোট ৯৭ লাখ ৬২ হাজার বিদেশে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত ৪০ বছরে মোট ৯৭ লাখ ৬২ হাজার ৬৮৫ জন বাংলাদেশী কর্মী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)র ছাড়পত্র নিয়ে বিদেশে গমন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সাল থেকে জানুয়ারি ২০১৬ পর্যন্ত মোট ৯৭ লাখ ৬২ হাজার ৬৮৫ জন বাংলাদেশী কর্মী বিএমইটি এর ছাড়পত্র নিয়ে বিদেশে গমন করেছেন। এর মধ্যে বর্তমান সরকারের ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিএমইটির ছাড়পত্র নিয়ে বাংলাদেশী ৩৪ লাখ ৩২ হাজার ৬৫৮ জন কর্মী বিদেশে গমন করেছেন।