খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : বিশ্ব ভালোবাসা দ্বিবস এর পর থেকে হঠাৎ করেই ফেসবুকে বিরক্তিকর ভাইরাসের দেখা মিলছে। যে কারণে বিরম্বনায় পরেছেন অনেক ফেসবুক ব্যবহারকারিই। সোমবার বিকেল থেকেই এমন অভিযোগ আসতে থাকে।
বিরম্বনার শিকার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রতœা আকতার জানান, ‘প্রথমে আমার ইনবক্সে একটা মেসেজ আসল আমার ছবি সহ, লিংকে ক্লিক করার পর যা ঘটল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। একের পর এক বিব্রতকর মেসেজ যেতে থাকে ফ্রেন্ডলিস্টে থাকা সবার কাছে। ফ্রেন্ডলিস্টে শিক্ষক থেকে শুরু করে অনেক বিশিষ্টজন আছেন। তাদের কাছে এরকম স্প্যাম মেসেজ যাওয়াটা সত্যিই দু:খজনক।’
এ বিষয়ের সমাধান কি জানতে চেয়েছিলাম বিশিষ্ট প্রযুক্তিবিদ আসাদুজ্জামান এর কাছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ফেসবুকে নানা সময়ে নানা অ্যাপস বের হয় যেগুলো কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত নয়। বিভিন্ন স্প্যামার গ্রুপের সদস্যরা এ ধরনের কাজ করে সাধারন ফেসবুক ব্যাবহারকারীদের বিড়ম্বনায় ফেলে নিজেদের স্বার্থ বাগিয়ে নেয়। তাই অযাচিত ফেসবুক অ্যাপস ইন্সটল করা যাবে না। এ বিষয়ে একটু সতর্ক হলেই এরকম স্প্যামিং বিরম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে।