খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এ এইচ হায়াত।
বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টার দিকে এ সাক্ষাৎ শুরু হয়ে শেষ হয় রাত ৯টার দিকে।
এসময় উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের মাধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী।
সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে কুয়েত রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।