Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত পদের জন্য সবুজ ও গোলাপী রঙের ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে।
চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দের পর ধাপে ধাপে সাদা রঙের বাকি ব্যালট ছাপানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
ইসির তফসিল অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে ২২ মার্চ। ২২ ফেব্র“য়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা নিয়ে ২৩ ও ২৪ ফেব্র“য়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২ মার্চ।
ইসির এনআইডি উইংয়ের তথ্য অনুযায়ী, দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৩৪ হাজার।
এর মধ্যে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোতে প্রত্যেক ভোটারের জন্য তিনটি করে (চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের) প্রায় ২৪ কোটি ব্যালট পেপার ছাপাতে হবে।
ছয় ধাপে ভোট হওয়ায় প্রথম পর্বের জন্য পেপার ছাপানোর কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম জানান, প্রথম ধাপের ৭৩৯ ইউপিতে ভোটার সংখ্যা ১ কোটি ৩৫ লাখের মতো। এ জন্যে প্রায় ৪ কোটি ব্যালট পেপার ছাপতে হবে।
সাধারণ সদস্য পদে ১২টি প্রতীক নিয়ে সবুজ রঙের ও সংরক্ষিত সদস্য পদে ১০টি প্রতীক নিয়ে গোলাপী রঙের ব্যালট ছাপানো চলছে।
প্রার্থী বেশি হলে পরে আলাদা ব্যালট ছাপানো হবে। চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ও প্রতীকসহ সাদা রঙের ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থিতা প্রত্যাহারের পর।
এবারই প্রথম ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে দলীয়ভাবে। চেয়ারম্যান পদে দল ও স্বতন্ত্র প্রার্থী এবং সদস্য পদে নির্দলীয় প্রতীক পাবেন প্রার্থীরা।
ইসির সহকারী সচিব (ক্রয় ও মুদ্রন) সৈয়দ গোলাম রাশেদ জানান, ব্যালট পেপারের পাশাপাশি নমুনা পোস্টার, পোলিং এজেন্ট, প্রার্থীর আয়-ব্যয় রিটার্নসহ প্রয়োজনীয় সামগ্রী ছাপানোর কাজ চলছে।
বিজি প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস ও গভার্নমেন্ট প্রিন্টিং প্রেস সমন্বয় করে নির্বাচনী সামগ্রী মুদ্রণ করছে।
আগামী ২ মার্চের মধ্যে ইসির চাহিদার ২৫ শতাংশ, ২৪ মার্চের মধ্যে ২৫ শতাংশ এবং বাকিগুলো আগামী ৫ এপ্রিলের মধ্যে মুদ্রণ করে বিতরণের জন্য প্রস্তুত রাখাতে সংশ্লিষ্ট প্রেস তিনটির উপ পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন গোলাম রাশেদ।
“ভোটের আগে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পৌঁছানোর সময় বিবেচনা করেই কাজ সেরে ফেলা হবে,” বলেন তিনি।
দ্বিতীয় ধাপের তফসিল বৃহস্পতিবার
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপের ভোট হবে ৩১ মার্চ। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ তারিখ, বাছাই ও প্রত্যাহারের শেষ তারিখ জানিয়ে দেওয়া হবে।
“সেই সঙ্গে দ্বিতীয় ধাপের তালিকাভুক্ত ইউনিয়নের নামও প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যথাযথ নিয়ম মেনে এলাকায় বিজ্ঞপ্তি জারি করবেন।”
ইসি কর্মকর্তারা জানান, দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপিতে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সে অনুযায়ী ৫ ও ৬ মার্চ যাচাই-বাছাই; ৭-৯ মার্চ আপিল দাখিল; ১০-১২ মার্চ আপিল নিষ্পত্তি; ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ মার্চ প্রতীক বরাদ্দের দিন রাখা হবে।
এর পরে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।