খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গণমাধ্যম বিভাগের প্রধান মুহাম্মাদ সাকের সালমান নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে আজ (বুধবার) সে আত্মসমর্পণ করে। সাকের সালমান সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে গণমাধ্যম বিভাগের দায়িত্ব পালন করে আসছিল।
ইরাকের একটি সূত্র আল-সুমেরিয়া ওয়েবসাইটকে জানিয়েছে, সাকেরের ছদ্মনাম হলো আবু আহমাদ আল-কারা এবং সে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের বাথ পার্টির সদস্য। সূত্রটি বলেছে, সাকেরের কাছ থেকে দায়েশের নেতাদের নাম, তাদের সংখ্যা ও সন্ত্রাসীদের সামরিক পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর কাছে জিজ্ঞাসাবাদে সে সন্ত্রাসীদের নানা পরিকল্পনা ও ষড়যন্ত্র সম্পর্কেও তথ্য দিয়েছে। একদিকে যখন ইরাকি বিমান বাহিনী ব্যাপক হামলা চালাচ্ছে এবং অন্যদিকে দায়েশ পলাতক কমান্ডারদেরকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে তখন সাকের সালমান আত্মসমর্পণ করল। আনবার প্রদেশে ইরাকি বাহিনী বর্তমানে অভিযান চালাচ্ছে এবং সফলতা পাচ্ছে বলে খবর বের হয়েছে।