Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: দুই যমজ শিশু যাদের মাথা জন্মলগ্ন থেকে একে-অপরের সাথে লাগানো, তাদের মাথা অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে। তাদের মাথা একসাথে লাগানো থাকলেও তাদের দুইজনের পৃথক পৃথক মস্তিষ্ক রয়েছে। যার ফলে এই দীর্ঘ ও জটিল অপারেশন সফল হয়েছে।
তুকা ও ইয়াকিন নামের এই দুইজন শিশুর অপারেশনের জন্য ২২ জন ডাক্তার এবং সেবিকা নিযুক্ত ছিল। টানা ১০ ঘণ্টা অপারেশনের পর তারা এই সুখবর জানান।
গত রবিবার, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিক্যাল হাসপাতালে শিশু বিশেষজ্ঞদের দ্বারা এই যমজ মেয়ে শিশুদের অপারেশন করানো হয়।
সেই হাসপাতালের একজন মুখপাত্র জানান, ‘এটি মূলত সিরিয়ার এই শিশুদের উপর চতুর্থবার এবং শেষবার অপারেশন ছিল। ইতিপূর্বে ২০১৪ সালের এপ্রিল মাসে এই শিশুদের আরও একবার অপারেশন করা হয়েছিল।’
ডঃ আহমাদ আল ফুরায়ান যিনি এই অপারেশনে নেতৃত্ব দিয়েছেন তিনি জানান, তারা এই অপারেশনের জন্য ১২ ঘণ্টা নির্ধারণ করেছিলেন কিন্তু ১০ ঘণ্টার মধ্যেই তারা কাজ সম্পন্ন করেন।
তিনি বলেন, ‘এই যমজ শিশুদের মাথা একসাথে লাগানো ছিল, যার ফলে এই অপারেশন অনেক জটিল ছিল। এতে অনেক সমস্যাও ছিল।’
সৌদি আরবে ১৯৯০ সাল থেকে এই পর্যন্ত এরকম ৩৭টি সার্জারি করানো হয়েছে। যেখানে ১৮টি দেশ থেকে মানুষ এসেছে। তাদের মধ্যে রয়েছে- সুদান, সিরিয়া, ইয়েমেন, ইজিপ্ট, মালয়েশিয়া, ফিলিপাইন, পোল্যান্ড, মরক্কো এবং ইরান।
এদের মাঝে ৩০টি অপারেশন অনেক কঠিন ছিল। কিন্তু তারা হার মানে নি। এসকল অপারেশনের খরচ সৌদি সরকার সল্প-মূল্যে নির্ধারণ করে দেন।–সুত্র: মেট্রো।