খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে আমাকে আরও কিছু সময় দিতে হবে। আমি নিজেও সরকারে আছি। সরকার ছাড়তে আরও কিছু সময় দিতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আজ বুধবার এরশাদ তার বনানী কার্যালয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়ার সময় এ কথা বলেন। এ সময় সরকার ছাড়তে ‘বাধা’ রয়েছে বলে মন্তব্য করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘যে বাধা সৃষ্টি হয়েছে, তা কেটে যাবে।’
জাপা সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসলেও মন্ত্রিসভাতেও অংশীদারিত্ব রয়েছে। তবে অনেক দিন ধরেই মন্ত্রিসভা ছাড়ার কথা বলে আসছেন এরশাদ। গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ভরাডুবি হয় জাপার। ২৩৫ পৌরসভার মাত্র একটিতে মেয়র পদে জয় পায় দলটির মনোনীত প্রার্থী। এরশাদ তখন দাবি করেছিলেন, সরকারে থাকার কারণেই তার দলের ভরাডুবি হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও সরকার থেকেই অংশ নিচ্ছে জাপা। এবারও ভরাডুবি হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে এরশাদ বলেন, সত্যি বলতে জাতীয় পার্টির ভবিষ্যত নিয়ে শঙ্কিত ছিলাম। দল দিশেহারা ছিল। সে অবস্থা থেকে আমরা মুক্ত হচ্ছি। জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, বুধবার ২০৫ ইউপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
আগামী ৫ দিনে বাকীগুলোর প্রার্থী ঘোষণা করা হবে। জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের জানান, জাপার ইউপি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবে।