খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: বকিংবদন্তি বোলার শেন ওয়ার্নকে কামড়ে দিলো সাপ! সাপটি অ্যানাকোন্ডা। সামনে রাখা ছিল একটি বাক্স। তাতে নানা প্রকারের সাপ। বাক্সের মুখ খোলা হলো। ওয়ার্ন মাথাটা ঢুকিয়ে দিলেন বাক্সে। একটি সাপ তাকে খাদ্য মনে করলো! প্রবল বেগে ওয়ার্নের মাথায় দিলো ছোবল। এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের সেলিব্রেটি রিয়েলিটি শো ‘আই অ্যাম এ সেলিব্রেটিৃগেট মি আউট অব হেয়ার!’ এ। নেটওয়ার্ক টেনের চ্যানেলে বৃহস্পতিবার রাতে অন এয়ার হবে এটি।
বেশ কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকার জঙ্গলে আছেন ওয়ার্ন। আরো অনেক প্রতিযোগী তার সাথে। এই শোতে বিভিন্ন টাস্ক করতে হয়। এবারের টাস্কে শুধু মুখ দিয়ে কাজ করতে পারবেন ওয়ার্ন। তাতে তার ক্যাম্পের সবার জন্য খাবার নিশ্চিত হবে। প্রথমে সামনে এলো একটি ইদুরের বাক্স। সেখানে মাথা ঢোকালেন ওয়ার্ন। কঠিন এই কাজ সারার পর সামনে এলো সাপের বাক্স। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে সাবধান করা হলো। বলা হলো যেহেতু ইদুরের বাক্সে মাথা দিয়েছিলেন সেই গন্ধ লেগে আছে মুখ ও মাথায়। সাপের বাক্সে মাথা দিলে সাপরা তাকে খাবার মনে করতে পারে। কিন্তু টাস্ক তো করতে হবে। ওয়ার্ন সাপের বাক্সে মাথা ঢোকালেন। ছোবল খেলেন।
সাপগুলো নির্বীষ। কিন্তু সহজাত আগ্রাসী ভাব তো আছে। মাথায় ছোবল খাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিলেন ওয়ার্ন। ছোট্টো দাগ বসে গেছে। এই সাপের এমন একটি ছোবলে একসাথে ১০০ শুই ঢুকিয়ে দেয়ার যন্ত্রণা হয়ে থাকে। সেটা হজম করতে হলো ওয়ার্নকে।
আসলে টাকার জন্যই তো সব করছেন ওয়ার্ন। এই শোতে ৪৬ বছরের এই কিংবদন্তি আগেই স্বীকার করেছেন যে ফেরারির মতো দামী গাড়ি তাকে প্রবল আকর্ষণ করে। তার ২০টি গাড়ি রাখার গ্যারাজ আছে। বিশাল বিছানায় ঘুমান। ১৩ বেডরুমের বাড়ি আছে। বিলাসবহুল জীবনের দিকে ঝোঁক তার। তিনি আরো গাড়ি, বাড়ি, দামী পোষাক ও টাকা চান।