খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: শোনে ভড়কে গেলেন? অবাক করে দেয়ার মতই যে খবর। আসছে বিশ্বকাপে হংকং জাতীয় দলের হয়ে মাঠ কাপাবেন ৪৪ বছর বয়সী রায়ান ক্যাম্পবেল। জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। অস্ট্রেলিয়ার সোনালী সময়ের দলের হয়েও খেলেছেন ২ টি ওয়ানডে। কিন্তু জায়গা ধরে রাখতে পারেন নি।
দল থেকে বাদ পরে তাই ঘরোয়া লিগে নিয়মিত খেলে গেছেন। তাতে কি আর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া যায়? মোটেই না। তাই হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারেন নি তিনি।
মজার ব্যাপার হলো দীর্ঘ ১৪ বছর পর দেশ পাল্টিয়ে ফের আন্তার্জাতিক ক্রিকেট খেলতে নামবেন রায়ান ক্যাম্পবেল। সেজন্য খুব একটা অপেক্ষা করতে হবে না তাকে। আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেই অপেক্ষার প্রহর ফুরাবে। আজ থেকে ১০ বছর আগে স্বীকৃত ক্রিকেট থেকে নিজেকে সড়িয়ে নিয়েছিলেন।
কিন্তু মনের গভীরে থেকে যায় ক্রিকেট। যেকারনে বুড়ো বয়সে এসেও খেলার প্রতি উন্মাদনা শেষ হয়ে যায় নি। বরং অনেক বেশি রোমঞ্চ ঘিরে ধরেছে তাকে। এ বিষয়ে রায়ান ক্যাম্পবেল বলেন, ‘ এটা আমার জন্য অনেক বড় সম্মানের । সেই সাথে আমার এবং হংকংয়ের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। আশা করছি সেই চ্যালেঞ্জ জয় করতে পারব।