Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে ফাঁসি দিয়ে কিংবা গুলি করে মারা উচিত বলে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজস্থানের বিজেপি দলীয় এমএলএ কৈলাশ চৌধুরী।
তিনি বলেন, রাহুল গান্ধী বিশ্বাসঘাতক। তাকে হয় ফাঁসি দেয়া উচিত না হয় গুলি করে মারা উচিত। । এ খবর দিয়েছে জি নিউজ।
এতে বলা হয়, ভারতের পার্লামেন্টে ২০০১ সালে হামলার জন্য দায়ী আফজাল গুরুর ফাঁসির প্রথম বার্ষিকী ছিল ৯ই ফেব্র“য়ারি। এদিন এর প্রতিবাদে ঐতিহ্যবাহী জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেয় ছাত্রনেতা কন্যা কুমার। রাষ্ট্রদোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা তুঙ্গে ওঠে।
কমপক্ষে ১৮টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকরা মাঠে নেমে পড়েন। এ অবস্থায় জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিক্ষোভে যোগ দেন রাহুল গান্ধী। এ জন্য তার বিরুদ্ধে ওই শাণিত আক্রমণ আনেন রাজস্থানের বর্মার জেলার বাইটু থেকে নির্বাচিত এমএলএ কৈলাশ চৌধুরী।
তিনি রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে বলেন, তার ভারতে থাকার কোন অধিকার নেই। তিনি ‘পাকিস্তান জিন্দাবাদ’শ্লোগান সমর্থক। তিনি আফজাল গুরুর সমর্থকদের সঙ্গী হয়েছেন। রাজস্থানে এক কৃষাণ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
তিনি জি মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে বলেন, যিনি ভারতের বিরুদ্ধে কথা বলবেন তিনি হোন রাহুল গান্ধী অথবা অন্য কেউ তাকে ফাঁসি দেয়া অথবা গুলি করে হত্যা করা উচিত।
উল্লেখ্য, জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করে রাহুল গান্ধী অভিযোগ করেন যারা ছাত্রদের কণ্ঠ রুদ্ধ করে দেয়ার চেষ্টা করছে তারা প্রকৃত জাতীয়তা বিরোধী। কন্যা কুমার শুধু তার মত প্রকাশ করেছেন। আর সরকার তাকে জাতীয়তাবিরোধী হিসেবে অভিহিত করেছে।
এরই মধ্যে এলাহাবাদ হাই কোর্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দিয়েছেন। বিজেপি সভাপতি অমিত শাহ তার ব্লগে রাহুল গান্ধীর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার পর জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল।