Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরের কাছে নোঙর করেছে ভারতের দুটি যুদ্ধজাহাজ। গত মঙ্গলবার জাহাজ দুটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্তে নোঙর করে। চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিনহুয়া জানায়, আইএনএস সরযু এবং আইএনএস বিত্রা নামের ভারতীয় নৌবাহিনীর জাহাজ দুটি মোট ১৭৪ জন নাবিক নিয়ে সেখানে অবস্থান করছে। জাহাজ দুটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার শ্রীকুমার পিল্লাক। মোট তিনদিন এই জাহাজ দুটি মিয়ানমারের জলসীমায় অবস্থান করার কথা রয়েছে।
এর আগে গত জানুয়ারি মাসে ১১ কর্মকর্তা ও ৯৫ জন নাবিক নিয়ে ভারতের কোস্টগার্ডের একটি জাহাজও মিয়ানমারে এসেছিল।
এদিকে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, এই যুদ্ধজাহাজ দুটি মিয়ানমার সীমান্তে উপস্থিত হওয়ায় বেশ উদ্বিগ্ন চীন। গতকাল থেকে জাহাজ দুটির সব কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে তারা। বিশেষ করে এই জাহাজ সম্পর্কে শিনহুয়ায় গুরুত্বের সাথে খবর প্রকাশের মাধ্যমেই তাদের উদ্বেগের অবস্থা কিছুটা বোঝা যায় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
পত্রিকাটি বলছে, ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর হলে মিয়ানমারের ওপর চীনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ চীনের পরিকল্পনা ছিল মিয়ানমারে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করে প্রথমে ভারত মহাসাগর ও পরে বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করা। তবে ভারত-মিয়ানমারের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা চীনের সেই পরিকল্পনা ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা করছে দেশটি।