খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: ইরাকের এক আদালত বৃহস্পতিবার ৪০ জন জিহাদি ও তাদের মিত্র যোদ্ধাকে মৃত্যুদন্ড দিয়েছে। ২০১৪ সালের জুন মাসে তিকরিতে সামরিক বাহিনীর নবনিযুক্ত কয়েক শত সদস্যকে হত্যার ঘটনায় সঙ্গে জড়িত থাকার দায়ে এ দন্ড দেওয়া হয়।
ইরাকের বিচার বিভাগের মুখপাত্র আব্দেল সাত্তার বারাকদার বলেন, বাগদাদের কেন্দ্রীয় ফৌজদারি আদালত ৪৭ অসামির মধ্যে ৪০ জনকে হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত করেছে।