Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬:মার্কিন সামরিক বাহিনী নরওয়ের ছয়টি গোপন গুহায় ট্যাংক এবং গোলন্দাজ সরঞ্জাম মোতায়েন করেছে। রাশিয়ার সীমান্তের কাছে মোতায়েন ন্যাটো বাহিনীকে জোরদার করার লক্ষ্যে এসব মোতায়েন করা হয়েছে।
শীতল যুদ্ধের সময় আমেরিকা এসব গুহাতে সামরিক কাজে ব্যবহার করেছে এবং এ সব গুহার অবস্থান কঠোরভাবে গোপন রাখা হয়েছে। শীতল যুদ্ধ চলাকালে ১৯৮১ সালে প্রথম এসব গুহা ব্যবহার করেছিল আমেরিকা।
এ মোতায়েনের মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো সংকট দেখা দিলে তা মোকাবেলা করতে পারবে ন্যাটো। সে সময়ে ইউরোপে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ অস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতের কাছে পাবে ন্যাটো। নরওয়ের সঙ্গে রাশিয়ার ১২১.৬ মাইল সীমান্ত রয়েছে। নরওয়ের গুহাগুলোতে যে পরিমাণ সামরিক সরঞ্জাম রাখা হয়েছে তা দিয়ে ১৫ হাজার মেরিন সেনাকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমর্থন যোগানো যাবে।
এ সব সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য নরওয়ের কেন্দ্রস্থলে অবস্থিত ছয়টি গুহাকে আমেরিকা ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। এ সব গুহার ভেতরের আবহাওয়া নিয়ন্ত্রণ করা হয় এবং গুহা পরিচালনায় প্রায় ১০০ মার্কিন ও নরওয়ের কর্মী নিযুক্ত রয়েছেন।
চলতি মাসের শেষের দিকে কোল্ড ওয়ার রেসপন্স নামের একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া চলাকালে গুহাগুলো থেকে এক লাখ ছয় হাজার পাঁচশ’ সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে। অবশ্য এ সব সামরিক সরঞ্জামের মধ্যে কি থাকবে তা জানানো হয় নি। মহড়ায় ন্যাটোর ১২ টি দেশ এবং ১৬ হাজারের বেশি সেনা যোগ দেবে বলে জানানো হয়েছে।
রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের যখন টানাপড়েন তুঙ্গে ঠিক তখনই এ মোতায়েনের খবর প্রকাশিত হলো।