খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: ভারতীয় এক তরুণীর গাড়িই প্যাশন। নিত্যনতুন গাড়ি ছাড়া তার মোটেই চলে না। তাই শখ পূরণে গাড়ি চুরি করে বেড়ায় জয়পুরের বছর ২৬-এর তরুণী খুশবু ওমপ্রকাশ মেহরা। ধরাও পড়ে মাঝেমধ্যে। ছাড়া পেয়ে ফের গাড়ি চুরির ধান্দায় ঘুরে বেড়ায় সে। দিন কয়েক আগে পুনে পুলিশের জালে ধরা পড়ে এখন ফের গারদের পেছনে খুশবু। গত ২২ জানুয়ারি রাতে পুনের গণেশখিন্দ রোডে এক তরুণীকে এক দাঁড়িয়ে দেখেন স্থানীয় হোটেল ব্যবসায়ী যোগেশ ভগতসিং ওয়ানি। ৩০ বছরের যোগেশের কাছে খুশবু লিফট চায়।
তাঁরা দুজনে একটি ফাইভ স্টার হোটেলে ডিনার করতে যান। ডিনার শেষে হোটেলের পার্কিং লটে রাখা যোগেশের গাড়ি খুশবু নিজেই নিয়ে আসবে বলে জানায়। খুশবুকে গাড়ির চাবি দিয়ে দেয় যোগেশ। ব্যস, গাড়ি নিয়ে আর ফেরে নি খুশবু। পুনের চতুশ্র“ঙ্গি পুলিশ স্টেশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করে যোগেশ। তদন্তে নেমে গাড়ি সমেত খুশবুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে একটি গাড়ি দুর্ঘটনাতেই নিজের বাবা-মাকে হারিয়েছে খুশবু। তবে চুরি করা গাড়ি সে কখনোই বিক্রি করে না। কিছুদিন ব্যবহার করে রাস্তার পাশে কোথাও ফেলে দেয়। জয়পুরের মেয়ে খুশবুকে এর আগেও পুলিশের জালে ধরা পড়েছে।