Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: শোভাযাত্রা করে বিয়ে করতে যাচ্ছিলেন বরযাত্রীরা। বিয়েতে অনেক প্রথা পালন করতে হয়। সেই প্রথাগুলোর মধ্যে একটি হলো শূন্যে গুলি ছোড়া। গুলিও ছোড়া হলো। কিন্তু বিপত্তি হলো যখন গুলিটা এসে বরের মাথায় লাগলো। ওই গুলিতেই বরকে প্রাণ হারাতে হলো। নিহত বরের নাম অমিত রাস্তোগি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ভারতের উত্তরপ্রদেশের সিতাপুরে।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীরা পোড়াচ্ছিলেন প্রচুর আতসবাজি। ওই এলাকার প্রেমনগরে বিয়েবাড়ির কাছাকাছি পৌঁছেই অমিতের পরিবারের লোকেরা ‘প্রথামতো’ শূন্যে গুলি ছোড়া শুরু করেন। আচমকা একটি গুলি এসে লাগে অমিতের মাথায়। সিতাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় লখনউ ট্রমা সেন্টারে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পর তারা মূল অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছেন। প্রসঙ্গত, উত্তরপ্রদেশেরই শামলি জেলায় এক শিশু নিহত হওয়ার পর জেলার প্রশাসন উৎসবপালনে গুলি ছোড়া নিষিদ্ধ করেছিল।