Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: মিশরীয় অভিনেত্রী ইলহাম শাহিন জানিয়েছেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করবেন যে ব্যক্তি, তাকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন তিনি। শুধু তাই নয়, হবু স্বামীকে ‘অসাধারণ মধুচন্দ্রিমা’ উপহার দেয়ার প্রতিজ্ঞাও করেছেন ইলহাম।
সম্প্রতি কায়রোতে সাংবাদিকদের ইলহাম নিজ মুখে বলেন, আবু বকর আল-বাগদাদিকে যিনি হত্যা করতে পারবেন, তিনি যেমনই হন না কেন আমি তাকে বিয়ে করবো। সেই বীর ব্যক্তি কোথা থেকে এসেছেন তাতেও কিছু যায় আসে না। ৫৫ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, সেই ভাগ্যবান ব্যক্তির সঙ্গে এমন এক মধুচন্দ্রিমা উদযাপন করবেন তিনি, যা সেই ব্যক্তি স্বপ্নেও ভাবতে পারবেন না। মধুচন্দ্রিমার সব খরচও বহন করতে রাজি আছেন ইলহাম।
আমরা এমন কোথাও মধুচন্দ্রিমা উদযাপন করতে যাবো যেখানে তার ভালো লাগবে এবং ঐ সময়টুকু আমি তার দাসী হতেও রাজি হয়ে যাবো। মিশরীয় এই অভিনেত্রীর মতে, আইএস প্রধানের জীবনাবসানের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে আবার শান্তি ফিরিয়ে আনা সম্ভব। মিশরের জনপ্রিয় অভিনেত্রী ইলহাম শাহিন ৩৫ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ত। পেয়েছেন একাধিক দেশি এবং আন্তর্জাতিক সম্মাননা।