খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: নতুন বছরে এখনও নিজের সেরা ফর্মে ফেরেননি বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। দেশের মাঠে বসুন্ধরা গলফ ওপেনে ব্যর্থতার পর মালয়েশিয়ার মেব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপেও মলিন সিদ্দিকুর।
শুক্রবার কোনোমতে বাদ পড়া এড়িয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে দেশসেরা এই গলফার। কুয়ালালামপুরের রয়াল সেলানগর গলফ ক্লাবে দ্বিতীয় রাউন্ডে তিনটি বোগি ও দুটি বার্ডি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে ১৬ জনের সঙ্গে যৌথভাবে ৫৫তম স্থানে রয়েছেন তিনি।
এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে ৩১তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছিলেন।