খোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মোহাম্মদ শামির অপেক্ষা আরও বাড়ছে। হ্যামস্ট্রিং চোট থেকে সম্পূর্ণ সেরে না উঠায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ভারতের এই পেসার। তার জায়গায় ডাক পেয়েছেন ভুবনেশ্বর কুমার। চোটের জন্য গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে আছেন শামি। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে দেশের হয়ে মাঠে ফেরার কথা ছিল এই পেসারের। কিন্তু অনুশীলনে চোট পাওয়ায় সে সময় ভারতে ফিরে যেতে হয় তাকে। চোট থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে সে সময় জানানো হয়েছিল। সম্পূর্ণ সেরে উঠতে ২৫ বছর বয়সী পেসারকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
আগামী বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির ভারত। ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা, আশিষ নেহরা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, পবন নেগি।