Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,২১ ফেব্রুয়ারি, রবিবার ২০১৬।। download (1)জনপ্রিয় গায়ক মিকা সিং সাবেক মিস ইউনিভার্স প্রতিযোগী উর্বশী রাউতেলার সৌন্দর্যে মজেছেন। চুটিয়ে প্রেম করছেন দুজন। শুধু তাই নয়, শিগগিরই দুজন বিয়ে করারও চিন্তাভাবনা করছেন। বলিউড অন্দরে এমনই কানাঘুষা চলছে।

জানা গেছে, বিয়ে নিয়ে এখনও উর্বশী বা মিকা কেউই ঘোষণা দেননি। তবে দুজনে জমিয়ে প্রেম করছেন। আজকাল প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। একসঙ্গে ছবি তোলা থেকে সময় কাটানো, সবই করছেন তারা।

সম্প্রতি ভ্যালেন্টাইন ডে’তে মিকা নিজে উর্বশীর সঙ্গে নিজের এক অন্তরঙ্গ মূহূর্তের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে উর্বশীকে সুইটহার্ট বলেও উল্লেখ করেছেন মিকা।