Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০১৬ : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সহকারী গোপাল চন্দ্র রায়কেও গুলি করা হয়।
আজ রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা শহরে করতোয়া সেতুর পশ্চিম পাড়ে ওই মঠটি অবস্থিত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে দুর্বৃত্তরা মঠের দিকে প্রথমে ঢিল ছোড়ে। শব্দ শুনে বেরিয়ে আসেন মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে। মহারাজের সহকারী গোপাল চন্দ্র রায় সাহায্য করতে এলে তাঁকেও গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, আনুমানিক তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পালানোর সময় তারা তিনটি বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বিস্ফোরক অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া গেছে।
পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কফিলউদ্দিন ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে তিনি জানান।