খোলা বাজার২৪, রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০১৬ :ঐতিহাসিক ভাষা আন্দোলন তথা ২১ মানেই হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, আজ দেশের সর্বত্র জাতীয় নেতৃত্ব ব্যর্থ। ভাষা আন্দোলনের চেতনা থেকে আমরা দূরে সরে গেছি। দুর্নীতি আর দুবৃত্তায়ন মহামারীর আকার ধারণ করেছে। এ অবস্থায় দেশ চলতে পারে না। ভাষা শহীদদের স্বপ্নপূরনে আজ প্রয়োজন দেশপ্রেমিক নেতৃত্ব।
আজ রবিবার বিকালে নীলফামারীর সদর রোডে দলীয় কার্যালয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস স্মরণে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নীলফামারী জেলা আয়োজিত আলোচনা সভায় জেলা আহ্বায়ক মোঃ ফারহানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা জেবেল রহমান গাণি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, আলোচনায় অংশগ্রহন করেন জেলা সদস্য সচিব মুগনী মোঃ মাসুদুর রহমান দুলাল, সদস্য মোঃ ওয়াহেদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলাম, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, ডোমার উপজেলা আহ্বায়ক মোঃ আবদুল বাতেন, যুগ্ম আহ্বায়ক জগবন্ধু রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেবেল রহমান গাণি ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, সরকারী দলের নেতাদের আচরন রাষ্ট্র, গণতন্ত্র ও গণমাধ্যম কারো জন্যই শুভ লঙ্ঘন নয়। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত সরকারের জন্য আসন্ন ইউপি নির্বাচন অগ্নিপরিক্ষা। এই সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচন আশা করা বোকার স্বর্গে বাস করার মত অবস্থা। ৫ জানুয়ারীর পর সিটিকরপোরেশন ও পৌর নির্বাচনের মাধ্যমে আবারো প্রমান হয়েছে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী নয়।
বিশেষ অতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশে এখন ইতিহাস ছিনতাইয়ের উৎসব চলছে। ভাষা-আন্দোলন, স্বাধীকার-স্বাধীনতা সকল কৃতিত্ব একজনকে দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর পাঁচাটা-বিবেক বর্জিত বুদ্ধিজীবীরা নতুন নতুন ইতিহাস রচনায় ব্যস্ত হয়ে গেছেন। তারা বলেছেন, ইতিহাসকে ইতিহাসের গতি পথে চলতে দেয়া উচিত। ইতিহাসের গতিপথে বাঁধা দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।
অন্যদিকে আজ ভোরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু‘র নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নগর নেতা মোঃ বেলাল হোসেন, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
নীলফামারী জেলা আহ্বায়ক মোঃ ফারহানুল হক ও সদস্য সচিব মুগনী মোঃ মাসুদুর রহমান দুলালের নেতৃত্বে জেলা শহীদ মিনারে বাংলাদেশ ন্যাপ‘র পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
নীলফামারীর ডোমার উপজেলা যুগ্ম আহ্বায়ক জগবন্ধু রায়ের নেতৃত্বে বাংলাদেশ ন্যাপ ডোমার উপজেলার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নীলফামারীর ডিমলায় স্মৃতি সৌধে দলে পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলাম, উপজেলা সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মোনাজ্জেম হোসেন দুদু, সদস্য ডা: মহিকুল ইসলাম বিপুল, ওবায়দুল গণি চন্দন, যুব ন্যাপ আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব মোঃ নুর আলম, স্বেচ্ছাসেবক ন্যাপ আহ্বায়ক আমিনুর রহমান লাইজু, সদস্য সচিব মোঃ বেলাল হোসেন প্রমুখ।