খোলা বাজার২৪, রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০১৬ : ভারতের বিমান বাহিনী প্রধান মার্শাল অরূপ রাহা পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ ২১ ফেব্র“য়ারি রবিবার তিনি ঢাকা এসে পৌছেছেন।
এক বিবৃতিতে ভারতীয় হাই কমিশন জানায়, সফরকালে অরূপ রাহা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ও বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়া ঢাকার মিরপুরে এমআইএসটিতে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
অরূপ রাহা ১৯৫৪ সালের ২৬ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বাংলাদেশের যশোরে। পরে বাবার সঙ্গে বৈদ্যবটিতে চলে যান তিনি।