খোলা বাজার২৪, রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০১৬ : বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ণ করতেই সরকারি এজেন্টরা শহীদ বেদীতে জুতা নিয়ে উঠেছে এবং হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার বিকেলে পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ বেদীতে বিএনপির নেতার্কর্মীরা কেউ জুতা পায়ে ওঠেনি বরং সবাই খালি পায়ে উঠেছিল কিন্তু ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাই ক্ষমতার দাপটে জুতা নিয়ে শহীদ বেদীতে উঠেছে।