খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানীর গুলশান থেকে সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে একই ঘটনায় থমাস পিটার নামে পোল্যান্ডের এক নাগিরককে আটক করে ডিবি পুলিশ। পোল্যান্ডের ওই নাগরিক এটিএম কার্ড জালিয়াত চক্রের মূলহোতা বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন। উল্লেখ্য গত ১৪ ফেব্র“য়ারি ইউসিবি কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে এজাহারের সঙ্গে সিসিটিভির ভিডিও জমা দেয়া হয়। ওই বিদেশি যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে নজরদারি চালাতে অনুরোধ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।