Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমায় বাধা দেওয়ার বিষয়ে ‘সুনির্দিষ্ট’ অভিযোগ না পেলে তা খতিয়ে দেখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম।
সোমবার প্রথমধাপে ৭৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিনে সাংবাদিকদের বলেন বলেন, “ঢালাওভাবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।
“স্পেসিফিক অভিযোগ দিতে হবে; কখন, কে, কোথায় এটি করেছে তা জানাতে হবে। তখন আমরা ব্যবস্থা নেব।”
‘অদৃশ্য ব্যক্তির’ বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া কঠিন বলেও উল্লেখ করেন ইসি সচিব।
আগামী ২২ মার্চ প্রথমধাপের ইউপিতে ভোট হবে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর ২৩ ও ২৪ ফেব্র“য়ারি বাছাই এবং ২ মার্চ প্রত্যাহারের শেষ সময়।
ইতোমধ্যে বিএনপি অভিযোগ করেছে, তাদের সম্ভাব্য প্রার্থীদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি নানাভাবে হয়রানি করে ঘর ছাড়া করা হচ্ছে।
এমন দাবির বিষয়ে সিরাজুল বলেন, “এটি আইনশৃঙ্খলার বিষয়। সুনির্দিষ্ট অভিযোগ সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা বিষয়টি দেখবে।”
দলীয়ভাবে প্রথমবারের মতো ইউপি ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে দলীয় ও সদস্য পদে নির্দলীয় ভোট হচ্ছে।
এক প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম জানান, ইসির কাছে সবাই সমান সুযোগ পাবে। এ নিয়ে তদারকি করার জন্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন।
“আমাদের কাছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সবাই সমান। সবার এক পরিচয়- তারা প্রতিদ্বন্দ্বি প্রার্থী। এক্ষেত্রে সবার প্রতি সমান আচরণ করা হবে।”
দলীয় নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দিলেও এক দলের প্রতীক অন্য দলের প্রার্থীর ব্যবহারের সুযোগ নেই বলে জানান সচিব।
তিনি বলেন, “স্থানীয় নির্বাচনে দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, জোটগতভাবে কাজ করতে পারে। এ নিয়ে ইসির করার কিছু নেই। জোটে বাধা নেই, তবে দলীয় প্রার্থী দলীয় প্রতীক পাবে।”
গত পৌরসভা নির্বাচনের মতো এবারও একইভাবে ইউপিতে প্রতীক পাবে দলগুলো।
আরও পাঁচ ধাপে দেশের সব ইউপির ভোট শেষ করবে ইসি। এসব ইউপির ভোটের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে।