খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: বিবিসি প্রমাণ পেয়েছে যে ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীরা পাশে দাড়িয়ে আল-কায়েদার জঙ্গীরা লড়াই করছে। ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর লড়াইয়ে সহযোগিতা করছে সউদি-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। এই কোয়ালিশনে একাধিক আরব দেশের সৈন্যরা আছে।
বিবিসির সংবা“াতা তায়েজ শহরের কাছে এমন একটি জায়গা সফর করেছেন, যেখানে লড়াই চলছে। সেখানে তিনি দেখতে পেয়েছেন যে আল-কায়েদার জঙ্গী এবং সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা একসাথে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। দক্ষিণ ইয়েমেনে দীর্ঘদিন ধরেই আল-কায়েদার উপস্থিতি রয়েছে, এবং এর সমর্থকরা হচ্ছে সুন্নি মুসলিম – যারা শিয়া মুসলিম বিদ্রোহীদের কট্টর বিরোধী।