Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: রাশিয়ার সংসদ সদস্য রবার্ত শেলগেল দেশটির বিরুদ্ধে চালানো মার্কিন সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন। একই সঙ্গে অন্যান্য দেশের বিরুদ্ধে আমেরিকা যে সাইবার হামলা চালিয়েছে তারও আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি। রুশ সংসদ দুমার নিম্নকক্ষের অধিবেশনে এ দাবি করেন শেলগেল। রাশিয়াসহ অন্যান্য দেশের বিরুদ্ধে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাইবার হামলা চালানোর বিষয়ে মার্কিন কংগ্রেস সদস্য উইল হার্ডের স্বীকারোক্তির জের ধরে এ দাবি করেন রবার্ত শেলগেল।
তিনি বলেন, এ জাতীয় তৎপরতা চালিয়ে ওয়াশিংটন ২০১৫ সালের সাইবার নিরাপত্তা সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করেছে। উইল হার্ড এক সাক্ষাৎকারে স্বীকারে করেছেন, সিআইএ’র চালানো কয়েক দফা সাইবার হামলায় জড়িত ছিলেন তিনি। সাইবার হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে উইল হার্ড বলেন, “এতটুকুই কেবল বলতে পারি যে, অদূর ভবিষ্যতে মস্কো কখনই আমাকে আমন্ত্রণ জানাবে না।” শেলগেল বলেন, আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ায় সাইবার হামলা চালিয়েছে বলে অনেক অভিযোগ উত্থাপন করেছে এবং সে পরিপ্রেক্ষিতে শীর্ষস্থানীয় মার্কিন এক রাজনীতিবিদের এমন স্বীকারোক্তি ভয়াবহ ছাড়া আর কিছুই নয়। আমেরিকার নিজের অপরাধ ধামাচাপা দেয়ার লক্ষ্যেই রাশিয়ার বিরুদ্ধে বারবার এমন অভিযোগ তোলে বলে মন্তব্য করেন তিনি।