Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40kখোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: হার্শা ভোগলে। বিশ্বনন্দিত একজন ক্রিকেট ধারাভাষ্যকার। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে একটি স্ট্যাটাস দিয়েছেন।
হার্শা সেখানে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের সাথে কত যে স্মৃতি যে জড়িয়ে আছে।
কেনিয়াকে হারিয়ে আমিনুল ইসলাম, আকরাম খান, মোহাম্মদ রফিকের বাংলাদেশ যেবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তখন আমি রেডিওতে ধারাবিবরনী দিচ্ছিলাম। সেদিন প্রচুর পরিমাণে দর্শক বাংলাদেশ সমর্থন করেছিল।
এর বহু বছর পর বাংলাদেশ দল এখন অনেক পরিণত। শুরুটা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের হাত ধরে। অন্য কোনো পরিবেশে থাকলে সে হয়তো অনেক বড় তারকা হতে পারতো।
তবে আমার বিশ্বাস বাংলাদেশকে সবচেয়ে বেশি সফলতা এনে দিয়েছেন হলেন সাকিব, মুশফিকুর রহিম, মাশরাফি এবং তামিম ইকবাল।
তরুন প্রজন্মের জন্য তারা অনুপ্রেরণার। রুবেল ও তাসকিন আহমেদের বিষয়ে বাংলাদেশের অবশ্যই যতœশীল হওয়া উচিত। কারণ তারা আসলেই অনেক গতিসম্পন্ন বোলার।
বাংলাদেশের প্রতি এখন প্রত্যাশা বাড়ছে। প্রত্যাশার সেই চাপ তারা কিভাবে মোকাবেল করে সেটা দেখতে চাই আমি।’
হার্শার স্ট্যাটাসে মন্তব্য করতে গিয়ে সুজন সরকার নামে একজন বলেন, আপনি মুস্তাফিজকে ভুলে গেছেন।‘
ইশারাটা যে গত ভারত সিরিজের দিকেই ছিল সেটা হয়তো আর বলে দিতে হবেনা।
উত্তরে হার্শা বলেন, ‘না আমি ভুলিনি। আমি এমন বেশ কয়েকজন বোলারকে দেখেছি যারা কয়েক মৌসুম বেশ ভালো খেলে এরপর তারা জৌলুস ধরে রাখতে পারে না।
তার বিষয়ে মন্তব্য করার পূর্বে তাকে আরো কিছুদিন দেখা দরকার।